সুশাসন কাকে বলে?

সুশাসন কাকে বলে?

সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।


সুশাসন হচ্ছে অংশগ্রহণমূলক,স্বচ্ছ,দায়িত্বশীল ও ন্যায় সঙ্গত ব্যবস্থা যা আইনের শাসনকে নিশ্চিত করে। সুশাসনকে সরকারের উচ্চতর দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়। 

সুশাসন হলো উন্নয়নের চাবিকাঠি। উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এর লক্ষ্য।

আরও পড়ুনঃ

👉  একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?

👉  যৌথ পরিবার কাকে বলে?

👉  ডিজিটাল বাংলাদেশ কাকে বলে?

👉  ভোটাধিকার কি একটি মৌলিক অধিকার?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url