মায়ের পদতলে সন্তানের বেহেশত

আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আখিরাতে সুখ লাভ করা মাতা-পিতার সন্তুষ্টি লাভের ওপর নির্ভর করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মায়ের পদতলে সন্তানের বেহেশত।" কেননা, মাতা সন্তানকে গর্ভে ধারণ করেন, সীমাহীন কষ্ট সয়ে প্রসব করেন, দীর্ঘ দুই বছর ধরে দুগ্ধ দান করান এবং লালন-পালন করেন। সন্তানের জন্য মায়ের এ বিপুল অবদানের কারণে আল্লাহ তায়ালা মাতাকে এ বিশেষ সম্মান প্রদান করেছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url