ক্ষারক কাকে বলে?

ক্ষারক কাকে বলে?

যে সকল হাইড্রক্সিযৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন (OH-) প্রদান করে তাদেরকে ক্ষারক বলে। 

যেমন- NaOH, Ca(OH)2, NH4OH ইত্যাদি।

NaOH → Na+ + OH-
Ca(OH)2 → Ca2+ + 2OH-
NH4OH → NH4+ + OH-

আরহেনিয়াস মতবাদের প্রধান ত্রুটি হলো এটি পানির অনুপস্থিতিতে এসিড-ক্ষারকের ধর্মকে ব্যাখ্যা করতে পারে না।

এ মতবাদ অনুসারে প্রশমন বিক্রিয়া হলো এসিড থেকে উৎপন্ন H+ এবং ক্ষার থেকে উৎপন্ন OH- আয়নের সংযোগে পানি গঠন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url