বাংলা ভাষায় আগত ফারসি শব্দ

বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি।

ধর্মসংক্রান্ত শব্দ

খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।

প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ

কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।

বিবিধ শব্দ

আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুন, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url