উপযোজন কাকে বলে? দূরবিন্দু কাকে বরে? নিকটবিন্দু কাকে বলে?

স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্স-এর সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বলে। সাধারণত উযোজন না ঘটিয়ে একজন সুস্থ ব্যক্তি ৬ মিটার দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, এ ৬ মিটার দূরত্বকে দূরবিন্দু (far point) বলে। ঠিক একইভাবে একজন ব্যক্তি ১৫ সেন্টিমিটার কাছের বস্তুকে ভালোভাবে দেখতে পান। এ ১৫ সেন্টিমিটার দূরত্বকে নিকটবিন্দু (near point) বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url