আন্তঃপ্রজাতিক ভিন্নতা কি?

ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান পার্থক্যজনিত ভিন্নতাকে আন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে। যেমন- Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার), Panthera leo (সিংহ) একই গণভুক্ত বিধায় এদের মধ্যে গণ (Genus) পর্যায়ে বৈশিষ্ট্যগত মিল রয়েছে। কিন্তু তাদের ক্রোমোসোম ও জীনের সংখ্যা ও বৈশিষ্ট্য ভিন্ন এবং তাদের (বাঘ ও সিংহ) মধ্যে যৌন প্রজনন পদ্ধতিতে প্রজননক্ষম সন্তান উৎপাদিত হয় না। সুতরাং বাঘ ও সিংহ একই প্রজাতিভুক্ত প্রাণী নয়। এদের বৈশিষ্ট্যাবলির মধ্যে আন্তঃপ্রজাতিক ভিন্নতা বা বৈচিত্র্য বিদ্যমান রয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url