একই পর্যায়ে যতো বাম হতে ডানদিকে যাওয়া যায় ততোই মৌলসমূহের ধাতু ধর্ম হ্রাস পায় কেন?

একই পর্যায়ে যতই বাম থেকে ডানদিকে যাওয়া যায় মৌলসমূহের ধাতু ধর্ম ততোই হ্রাস পায়। একই পর্যায়ে বাম থেকে ডানদিকে যাওয়ার সময় মৌলের সর্ববহিঃস্থ কক্ষপথে নতুন কোনো কক্ষপথ যুক্ত হয় না। ফলে সর্বোচ্চ শক্তিস্তরে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়ার কারণে এরা সহজে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াস কর্তৃক সজোরে আকৃষ্ট থাকার কারণে এদের সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণে অধিক শক্তির প্রয়োজন। ফলে মৌলসমূহ অধাতুর ন্যায় আচরণ করে। এই কারণে একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলসমূহের ধাতু ধর্ম হ্রায় পায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url