ক্ষেপননালি কাকে বলে?

শুক্রনালি এবং সেমিনাল ভেসিকলের নালি একত্রে মিলিত হয়ে ১৯ মিলিমিটার লম্বা ও ০.৩ মিলিমিটার ব্যাসের যে খাটো নালি গঠন করে তাকে ক্ষেপণনালি বলে। এটি মূত্রনালি বা ইউরেথ্রার সাথে যুক্ত হয়। সেমিনাল ভেসিকলের ক্ষরণসহ শুক্রাণুকে ইউরেথ্রায় প্রবেশ করতে সাহায্য করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url