পর্যায় সারণির মূল ভিত্তি পারমাণবিক ভর নয় কেন?

মৌলের পারমাণবিক ভরকে ভিত্তি ধরে মৌলসমূহকে সাজালে সম্পূর্ণ ভিন্ন ধর্মাবলম্বী মৌল একই শ্রেণিতে আসে। যেমন - পটাসিয়ামের পারমাণবিক ভর (39.1) আর্গনের (39.9) চেয়ে কম। সুতরাং সেক্ষেত্রে পটাসিয়ামের স্থান আর্গনের আগে হওয়া উচিত। ফলে ক্ষার ধাতুগুলোর সাথে নিষ্ক্রিয় গ্যাস আর্গন স্থান পায় এবং নিষ্ক্রিয় গ্যাসসমূহের সাথে পটাসিয়াম স্থান পায়। সেক্ষেত্রে পর্যায় সারণির মূল উদ্দেশ্য বাতিল হয়ে যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url