এককোষী বা অকোষীয় প্রাণী কাকে বলে?

এককোষী বা অকোষীয় প্রাণী কাকে বলে?

যেসব প্রাণীর দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদের এককোষী বা অকোষীয় (Unicellular or Acellular) প্রাণী বলে। 

উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Entomoeba histolytica (অ্যান্টামিবা) ইত্যাদি এককোষী প্রাণী। অনেক সময় এককোষী প্রাণীতেও একই ধরনের অনেকগুলো কোষ হালকাভাবে সংযুক্ত হয়ে উপনিবেশ গঠন করে। যেমন- Volvox aureus (ভলভক্স)।

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২২ জুন, ২০২১ এ ৭:৪৫ PM

    প্রশ্ন লিখে প্রথম হলাম।

Add Comment
comment url