ত্রিপদ নামকরণ কাকে বলে?

যখন কোনো প্রাণী প্রজাতির উপ-প্রজাতি বা ভ্যারাইটি থাকে, তখন গণ, প্রজাতি ও উপ-প্রজাতি এ তিনটি অংশ নিয়ে নামকরণ করা হয়। এ পদ্ধতিকে ত্রিপদ নামকরণ বলে। 
যেমন - Naja naja naja (গোখরা), Pediculus humanus humanus (মানুসের মাথার উকুন) ইত্যাদি।

ত্রিপদী নাম তিনটি নাম দ্বারা গঠিত হয়। 
  1. গণবাচক নাম, 
  2. প্রজাতিগত নাম এবং 
  3. উপপ্রজাতিগত নাম। 
প্রথম দুই নাম দ্বারা দ্বিপদী নাম গঠিত হয়। তিনটি নামই ইটালিক অক্ষরে এবং শুধু গণবাচক নামের প্রথম বর্ণ বড় অক্ষরে লেখা হয়।
উদাহরণস্বরূপ: Homo sapiens sapiens (হোমো সেপিয়েন্স সেপিয়েন্স) (মানুষ বা হোমো সেপিয়েন্সের একমাত্র জীবিত উপপ্রজাতি: দেহতত্ত্বগতভাবে আধুনিক মানব)।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url