পরাগায়নে ফুলের মধু গ্রন্থির ভূমিকা

অনেক ফুলেই মধু গ্রন্থি থাকে। ফুলের এই মধু আহরণ করতে প্রাণী বা কীটপতঙ্গ ফুলে ফুলে বেড়ায়। সে সময় ঐ ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায় এবং পরাগায়ন ঘটে। কাজেই পরাগায়নের মাধ্যম হিসাবে প্রাণী বা কীট পতঙ্গকে আকর্ষণের মাধ্যমে মধু গ্রন্থি পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url