পিটুইটারিকে গ্রন্থিরাজ বলা হয় কেন?

পিটুইটারিকে গ্রন্থিরাজ বলা হয়। কারণ, একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যেমন সংখ্যায় বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির ওপর এ হরমোনের প্রভাবও বেশি। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ গ্রন্থি থেকে অতি গুরুত্বপূর্ণ গোনাডোট্রপিক, এডরোনোকর্টিকোট্রপিন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয় বলে একে গ্রন্থিরাজ বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url