ছাদেকুল ওয়াদ কাকে এবং কেন বলা হয়?

ছাদেকুল ওয়াদ কাকে এবং কেন বলা হয়?

অঙ্গীকার বা ওয়াদা পালন করার কারণে হযরত ইসমাইল (আ.) কে ছাদেকুল ওয়াদ বলা হয়।

হযরত ইসমাইল (আ.) ছিলেন ধৈর্যশীল ও পিতাভক্ত। আল্লাহ তাঁকে ছাদেকুল ওয়াদ (অঙ্গীকার পালনকারী) উপাধি দেন। বর্ণিত আছে তিনি অঙ্গীকার করেছেন, অমুক স্থানে তার জন্য অপেক্ষা করবেন। লোকটির কথা অনুযায়ী সে স্থানে না আসলেও তিনি তাঁর জন্য তিন দিন পর্যন্ত অপেক্ষা করেন। এজন্য আল্লাহ তাঁকে এ উপাধি দেন।

আরো পড়ুনঃ

👉  ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা - ব্যাখ্যা।

👉  হিজরত কাকে বলে?

👉  তাওহিদের গুরুত্ব ব্যাখ্যা কর।

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২৩ মে, ২০২১ এ ১:২৪ PM

    খুব ভালো একটা জিনিস স্টুডেন্ট রাও শিখতে পারে

Add Comment
comment url