আখলাকে যামিমাহ্ কাকে বলে?

যে সকল আচরণ বা কাজ মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে যামিমাহ্ বলে।
আখলাকে যামিমাহ্ অর্থ মন্দ আচরণ বা অসদাচরণ। হিংসা, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি আখলাকে যামিমাহ্ বা নিন্দনীয় আচরণ। এগুলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে কলুষিত করে। এ ধরনের চরিত্রকে আখলাকে যামিমাহ্ বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url