ওহির প্রকার গুলো কি কি?

ওহি দুই প্রকার। যথাঃ
  • ওহি মাতলুঃ অর্থাৎ যে ওহি তিলাওয়াত করা হয়। যেমন- কুরআন মজিদ। পবিত্র কুরআনের আয়াত নামাজ আদায়কালে তিলাওয়াত করা হয় বলে একে ওহি মাতলু বলা হয়।
  • ওহি গায়রঃ অর্থাৎ যে ওহি তিলাওয়াত করা হয় না। যেমন- হাদিস শরিফ। নামাজ পড়তে হাদিস তিলাওয়াত করা হয় না। এ জন্য একে ওহি গায়র মাতলু বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url