রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমানো অস্বাস্থ্যকর কেন?

রাতের বেলা সালোকসংশ্লেষণ বন্ধ থাকে। ফলে উদ্ভিদদেহ থেকে O2 নির্গত হয় না। কিন্তু শ্বসন প্রক্রিয়া চলতে থাকায় উদ্ভিদ O2 গ্রহণ করে এবং CO2 নির্গত করে। এতে গাছে নিচে O2 এর ঘাটতি দেখা দেয়। এ কারণে রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে O2 এর অভাবে শ্বাসকষ্ট দেখা দেয়। তাই, রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমানো অস্বাস্থ্যকর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url