ইনপুট ও আউটপুট ডিভাইস কি?

ইনপুট ইউনিট (Input Unit)
যে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে তথ্য বা নির্দেশনা ইনপুট বা প্রদান করা হয়, সেগুলােকে ইনপুট ডিভাইস বলা হয়। 

নিম্নে কতিপয় ইনপুট ডিভাইসের নাম উল্লেখ করা হলাে।

  • কী-বাের্ড (Keyboard)
  • মাউস (Mouse)
  • ট্রাকবল (Track Ball)
  • টাচস্ক্রিন (Touchscreen)
  • লাইটপেন (LightPen)
  • জয়স্টিক (Joy - stick)
  • ডিজিটাইজার (Digitizer) বা গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
  • কলমভিত্তিক সিস্টেম (Pen Based System)
  • স্ক্যানার (Scanner)
  • এমআইসিআর (MICR)
  • ওএমআর (OMR)
  • ওসিআর (OCR)

আউটপুট ইউনিট (Output Unit)
যে সকল যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায়, সে সকল যন্ত্রকে আউটপুট ডিভাইস (Output Device) বলা হয়। 

বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইজগুলাে হলাে–
  • মনিটর (Monitor): সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস।
  • প্রিন্টার (Printer)
  • প্রজেক্টর (Projector)
  • স্পিকার (Speaker)
  • হেডফোন (Head Phone)
  • প্লটার (Plotter)
  • ডিস্ক ড্রাইভ (Disk Drive)
  • মাইক্রোফিল্ম (Microfilm)
  • মাইক্রোচিপ (Microchip)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url