ডায়রিয়া কি? ডায়রিয়া রোগের কারণ ও লক্ষণসমূহ

ডায়রিয়া

কারো যদি দিনে অন্তত তিনবারের বেশি পাতলা পায়খানা হয় তাহলে তার ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে। 

ডায়রিয়া রোগের কারণ

দূষিত পানি পান করলে, বাসি-পচা, নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে এ রোগের বিস্তার লাভের সম্ভাবনা বেশি থাকে।

ডায়রিয়া রোগের লক্ষণ

  • ঘন ঘন পাতলা পায়খানা হয়।
  • বার বার বমি হয়।
  • খুব পিপাসা লাগে, মুখ ও জিহ্বা শুকিয়ে যায়।
  • চোখ বসে যায়
  • কাঁদলে শিশুর মাথার চাঁদি বা তালু বসে যায়।
  • আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url