ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ

বিষয়সমূহঃ
  • ক্রায়োসার্জারি
  • যাদের জন্য উপযোগী
  • ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধা
  • ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির অসুবিধা

ক্রায়োসার্জারিঃ
গ্রিক শব্দ cryo এর অর্থ খুব শীতল এবং surgery অর্থ হাতে করা কাজ। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠাণ্ডা অস্বাভাবিক ও অসুস্থ্য টিস্যু ধ্বংস করা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়।
যাদের জন্য উপযোগীঃ
যারা শারীরিকভাবে দুর্বল এবং কোনোরূপ অপারেশনের ধকল সহ্য করতে পারবে না তাদের জন্য এই পদ্ধতি উপযোগী।

ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধাসমূহঃ
ক্রায়োসার্জারির বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন-
  • শীতক যন্ত্রটি আক্রান্ত টিস্যুতে খুব অল্প সময়ের জন্য এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সবধরনের ক্রিয়াকলাপ সাময়িকভাবে বন্ধ করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। এই পদ্ধতিতে আক্রান্ত টিস্যুর প্রায় ৯০% ধ্বংস হয়ে যায়।
  • এই পদ্ধতিতে কোনো স্থানের তাপমাত্রা অতি নিচে নামানো হলে সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়। ফলে রক্তপাত হয় না বললেই চলে, হলেও খুবই কম।
  • কেমোথেরাপি বা রেডিও থেরাপি বা অস্ত্রোপচারের মতো এই পদ্ধতির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
  • কম খরচে করা যায়।
ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির অসুবিধাসমূহঃ
  • দীর্ঘকালীন কার্যকারিতার অনিশ্চয়তা।
  • শুধুমাত্র ক্যান্সারের প্রাথমিক দিকে এ পদ্ধতি কার্যকর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url