বায়োইনফরম্যাটিক্স, উদ্দেশ্য, কাজ

বায়োইনফরম্যাটিক্স (Bioinformatics):
জৈব তথ্যবিজ্ঞান তথা বায়োইনফরম্যাটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমূহ সমাধান করা হয়।

মূলত জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরম্যাটিক্স।

বায়োইনফরম্যাটিক্স এর উদ্দেশ্যঃ
বায়োইনফরম্যাটিক্স এর উদ্দেশ্য হলো জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। এই কারণে হিসাস-নিকাশের মাধ্যমে ধারণা অর্জন করা হয়। এ কাজে ব্যবহার করা হয় প্যাটার্ন রিকোগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম, ডেটা মাইনিং, ইমেজ প্রসিসিং, সিমুলেশন, ডিসক্রিট ম্যাথ, কন্ট্রোল থিওরি, সিস্টেম থিওরি, ভিজুয়ালাইজেশন ইত্যাদি।

বায়োইনফরম্যাটিক্স এর কাজঃ
বায়োইনফরম্যাটিক্স এর প্রধান কাজ হলো জীববিজ্ঞান এর জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। তবে আরো বেশকিছু বিষয় নিয়েও গবেষণা করা হয়। যেমন- ড্রাগ নকশা, বিবর্তনের নকশা, ড্রাগ আবিষ্কার, জিনোম সমন্বয় ইত্যাদি।
সফটওয়্যার টুলস তৈরি যেমন- সি/সি++, সি সার্প, পাইথন, জাভা, স্প্রেডশিট ইত্যাদি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url