আংশিক পাতন কী? Fractional Distillation

আংশিক পাতন (Fractional Distillation) কাকে বলে?

একাধিক তরলের মিশ্রণ থেকে কোনো উপাদান তরল পদার্থকে অংশ অংশ করে পাতিত করে পৃথক করার প্রক্রিয়াকে আংশিক পাতন বলে।

অথবা,

কাছাকাছি স্ফুটনাংক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণকে অংশ কলামযুক্ত একটি পাতন ফ্লাস্কে তাপ প্রয়োগ করে উপাদানগুলোকে নিজ নিজ স্ফুটনাংকে পাতিত করে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে।

আংশিক পাতনের ব্যবহার

আংশিক পাতন প্রক্রিয়া রসায়ন শিল্পে ও গবেষণাগারে ব্যাপকহারে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ-

১) পেট্রোলিয়াম বিশোধনে

২) আলকাতরার বিভিন্ন উপাদান পৃথকীকরণে

৩) লঘু তেল হতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পৃথকীকরণে

৪) চিনির গাঁজন পদ্ধতিতে প্রাপ্ত তরল থেকে অ্যালকোহলীয় পানীয় উৎপাদনে আংশিক পাতন প্রক্রিয়ায় ব্যবহার উল্লেখযোগ্য।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২৮ মার্চ, ২০২১ এ ৭:১৫ PM

    আংশিক পাতন কি সেই সমপরকে বিস্তারিত জানতে চাই

Add Comment
comment url