ঘাতবল কাকে বলে?

ঘাতবল কাকে বলে?

যে প্রচন্ড মানের বল অতি অল্প সময় ধরে ক্রিয়া করে তাকে ঘাতবল বলে।

কখনো কখনো এমন হয় যে খুব সামান্য সময়ের জন্য বেশী বল প্রয়োগ করা হয়। যেমন ক্রিকেট খেলার সময় একটি ব্যাট বলের উপর অল্প সময়ের জন্য প্রচণ্ড বল প্রয়োগ করে। 

ধরাযাক, ব্যাট কর্তৃক প্রযুক্ত বল F ক্রিকেট বলটির ভরবেগের পরিবর্তন ঘটায়। যখন বলটি ব্যাটের সংস্পর্শে থাকে তখন ব্যাট কর্তৃক বলের উপর প্রযুক্ত বল, ক্রিকেট বলটির উপর প্রযুক্ত অন্যান্য বল থেকে অনেক বেশি।

খুব সীমিত সময়ের জন্য প্রচন্ড বল প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলে। অনেক সময় এই ঘাত বলের মান এত বড় হয় যে এর ক্রিয়াকাল খুব কম হলেও এর ক্রিয়া দৃষ্টিগ্রাহ্য হয় অর্থাৎ এর প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। 

যে অল্প সময় ব্যাপী ঘাতবল প্রযুক্ত হয় সেই সময় অন্যান্য বলের প্রভাব উপেক্ষা করা হয়। কারণ অন্যান্য বল কোন তাৎপর্যপূর্ণ প্রভাব প্রদর্শন করেনা। এ সকল ক্ষেত্রে আমরা কেবল ঘাত বলই বিবেচনা করি।

গাণিতিকভাবে আমরা লিখতে পারি,

ঘাতবল = বল ও বলের ক্রিয়াকালের গুণফল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url