ঘুম পাড়ানি গানে শিশুরা ঘুমিয়ে পড়ে কেন?

ঘুম পাড়ানি গানে শিশুরা ঘুমিয়ে পড়ে কেন?

দেখা গেছে ঘুম পাড়ানি গানে শিশুদের মস্তিষ্কে তরঙ্গের পবির্তন হয়। সব সময়ই বিভিন্ন তরঙ্গের কম্পাঙ্ক আমাদের মস্তিষ্কে উৎপত্তি হয়। ঐ তরঙ্গগুলিকে বিটা তরঙ্গ (১৪ থেকে ২৭ চক্র/সেকেন্ডে), আলফা তরঙ্গ (৮ থেকে ১৩ চক্র/সেকেন্ডে), থিটা (৪ থেকে ৭ চক্র/সেকেন্ডে), ডেলটা (০ থেকে ৪ চক্র/সেকেন্ডে)।

এইভাবে ভাগ করা যেতে পারে। ই. ই. জি. বা ইলেকট্রো এনসেফালোগ্রাম যন্ত্রে ঐসব তরঙ্গ ধরা পড়ে। ঘুমপাড়ানি গানের সুরেলা ছন্দ মস্তিষ্কের বিটা তরঙ্গকে ডেলটা তরঙ্গে নামিয়ে আনতে পারে। অর্থাৎ তরঙ্গ প্রায় শূন্যে নেমে আসতে পারে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url