বিন্যাস কাকে বলে?

বিন্যাস কাকে বলে?

বিন্যাস বলতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি এবং কর্মকেন্দ্রের নকশাকরণকে বুঝায়। এ জাতীয় নকশাকরণে প্রতিষ্ঠানের অভ্যন্তরে মালামাল, কর্মরত শ্রমিক-কর্মী ও ক্রেতাগণের চলাচলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। 

একটি প্রতিষ্ঠানে অসংখ্য বিভাগ, অসংখ্য ছোট-বড় মেশিনপত্র এবং অনেক কর্মকেন্দ্র থাকতে পারে। দক্ষতার সাথে কর্ম সম্পাদনের জন্য এসকল বিভাগ, মেশিনপত্র এবং কর্মকেন্দ্রকে সুশৃঙ্খল, সামঞ্জস্য ও ধারাবাহিকভাবে সাজাতে পারে। এক্ষেত্রে সঠিকভাবে সাজাতে না পারলে অর্থাৎ সঠিকভাবে বিন্যাস করা না গেলে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল সম্পদের অপচয় ঘটবে। 

তাই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যন্ত্রপাতি, কর্মকেন্দ্র ও বিভাগসমূহকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে সঠিক ও সৃশৃংখলভাবে সাজাতে বিন্যাস পরিকল্পনা প্রণয়ন করা আবশ্যক। কারখানা বা অফিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র, অন্যান্য সরঞ্জামকে কাঙ্খিতভাবে সাজিয়ে রাখাকে বিন্যাস বলে।

আরো পড়ুনঃ

কোষ বিভাজন এবং তার প্রকারভেদ

ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কি?

ক্রোমাটিড কাকে বলে?

প্রজাতি কাকে বলে?

শ্রেণিবিন্যাসবিদ্যা কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url