Home ভিডিও ক্লাস রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত English প্রাক-প্রাথমিক

লোনা পানি কাকে বলে?

লোনা পানি কাকে বলে? লোনা পানি হলো সেই পানিতে যেখানে লবণ (সালফেট, ক্লোরাইড, কার্বনেট, এবং ব্রোমাইড) এর পরিমাণ স্বাদু পানির চেয়ে বেশি থাকে। সমুদ্রের পানিতে লবণের পরিমাণ সবচেয়ে বেশি, তাই সমুদ্রের পানিকে লোনা পানি বলা হয়। সমুদ্রের পানিতে প্রতি লিটারে গড়ে 35 গ্রাম লবণ থাকে। লোনা পানির বিভিন্ন উৎস রয়েছে, যেমন: সমুদ্র: সমুদ্রের পানিতে লবণের পরিমাণ সবচেয়ে বেশি। সমুদ্রের পানিতে লবণ আসে পাহাড় থেকে নদীর মাধ্যমে বহন করে আনা খনিজ পদার্থ থেকে। ভূগর্ভস্থ পানি: ভূগর্ভস্থ পানিতে লবণ থাকতে পারে যদি ভূগর্ভস্থ জল লবণাক্ত মাটি বা পাথরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। লাগোয়া এলাকা: সমুদ্র বা অন্য কোনো লবণাক্ত জলাশয়ের কাছে অবস্থিত এলাকার পানিতে লবণ থাকতে পারে। লোনা পানির বিভিন্ন ব্যবহার রয়েছে, যেমন: খাবার: লবণ খাদ্যের স্বাদ বাড়ায়। শিল্প: লবণ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, যেমন কাগজ তৈরি, রাসায়নিক তৈরি, এবং খাদ্য সংরক্ষণ। কৃষি: লবণ মাটিতে লবণাক্ততা বাড়ায়, যা কিছু ধরনের উদ্ভিদের জন্য উপকারী। লোনা পানির কিছু ক্ষতিকারক প্রভাবও রয়েছে, যেমন: মানুষের স্বাস্থ্য: লোনা পানি পান করলে শরীরে লবণের মাত্রা বেড়ে

আমার বাংলা বই

আমার বাংলা বই
তৃতীয় শ্রেণি

সূচিপত্র

১. ছবি ও কথা

২. আমাদের এই বাংলাদেশ

৩. রাজা ও তাঁর তিন কন্যা

৪. হাটে যাবো

৫. ভাষাশহিদের কথা

৬. চল্ চল্ চল্

৭. স্বাধীনতা দিবসকে ঘিরে

৮. কুঁজো বুড়ির গল্প

৯. তালগাছ

১০. একাই একটি দুর্গ

১১. আমার পণ

১২. পাখিদের কথা

১৩. আমাদের গ্রাম

১৪. কানামাছি ভোঁ ভোঁ

১৫. আদর্শ ছেলে

১৬. একজন পটুয়ার কথা

১৭. ঘুড়ি

১৮. স্টিমারের সিটি

১৯. পাল্লা দেওয়ার খবর

২০. বড় কে?

২১. নিরাপদে চলাচল

২২. খলিফা হযরত আবু বকর (রা)

শব্দের অর্থ জেনে নিই


*

ছবি ও কথা

আমাদের বন্ধুরা

*

ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তাঁর সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে।

*

বাড়ির পাশের সবজি বাগানের একদিকে আছে লাউ। লাউয়ের মাচায় ঝুলছে লাউ। সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল।

*

শিমের মাচার উপর শিম। শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। চড়ুই, শালিক মাচার উপর উড়ছে।

*

মাচার পাশের বেগুনখেতও ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উড়ছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে।

*

ঐশী আর ওমর যেমন অবাক, তেমনি খুশি। খালু বললেন, "পাখিরা শস্যদানা ও কীটপতঙ্গ খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে।"

*

ওরা দেখলো আমগাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনল মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে।

*

পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে।

*

আমগাছ দেখিয়ে খালু বললেন, "এখন গাছে মুকুল হয়েছে। কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে।"

*

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত পোষ্টসমূহ

প্রকল্প কাকে বলে? প্রকল্পের বৈশিষ্ট্য কী কী? উদ্যোক্তা কিভাবে প্রকল্প নির্বাচন করেন? প্রকল্প নির্বাচনে জনসংখ্যাকে গুরুত্বপূর্ণ প্রভাবক বলা হয় কেন?

শিখন নকশা কাকে বলে?

বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপনের প্রকারভেদ

নদীভাঙন, নদীভাঙনের কারণ, নদীভাঙনের প্রভাব

ব্যাস কাকে বলে?

আন্তর্জাতিক সংস্থা কাকে বলে?