আমার বাংলা বই

আমার বাংলা বই
তৃতীয় শ্রেণি

সূচিপত্র

১. ছবি ও কথা

২. আমাদের এই বাংলাদেশ

৩. রাজা ও তাঁর তিন কন্যা

৪. হাটে যাবো

৫. ভাষাশহিদের কথা

৬. চল্ চল্ চল্

৭. স্বাধীনতা দিবসকে ঘিরে

৮. কুঁজো বুড়ির গল্প

৯. তালগাছ

১০. একাই একটি দুর্গ

১১. আমার পণ

১২. পাখিদের কথা

১৩. আমাদের গ্রাম

১৪. কানামাছি ভোঁ ভোঁ

১৫. আদর্শ ছেলে

১৬. একজন পটুয়ার কথা

১৭. ঘুড়ি

১৮. স্টিমারের সিটি

১৯. পাল্লা দেওয়ার খবর

২০. বড় কে?

২১. নিরাপদে চলাচল

২২. খলিফা হযরত আবু বকর (রা)

শব্দের অর্থ জেনে নিই


*

ছবি ও কথা

আমাদের বন্ধুরা

*

ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তাঁর সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে।

*

বাড়ির পাশের সবজি বাগানের একদিকে আছে লাউ। লাউয়ের মাচায় ঝুলছে লাউ। সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল।

*

শিমের মাচার উপর শিম। শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। চড়ুই, শালিক মাচার উপর উড়ছে।

*

মাচার পাশের বেগুনখেতও ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উড়ছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে।

*

ঐশী আর ওমর যেমন অবাক, তেমনি খুশি। খালু বললেন, "পাখিরা শস্যদানা ও কীটপতঙ্গ খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে।"

*

ওরা দেখলো আমগাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনল মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে।

*

পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে।

*

আমগাছ দেখিয়ে খালু বললেন, "এখন গাছে মুকুল হয়েছে। কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে।"

*

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url