পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব

পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব

শিখনফল -

  • পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারব।
  • পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারব।
  • আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের বাজেট প্রণয়ন ও তার হিসাব সংরক্ষণ করতে পারব।

পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা

মানুষের সুখের ঠিকানা হচ্ছে পারিবারিক বন্ধন। পরিবারের সুখের প্রত্যাশায় প্রতিটি মানুষ তার চিন্তা, কর্মে পরিবারের উন্নত জীবন যাপনের চিন্তা-ভাবনা করে। পরিবারকে সুন্দর ও সুষ্ঠুুভাবে পরিচালনার জন্য দরকার একটি পরিকল্পনা, আর এই পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ। পরিবারের আয় ব্যয়ের মধ্যে যদি কোন পরিকল্পনা না থাকে তাহলে ঐ পরিবার কখনোই সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করতে পারবে না। পরিবারের আয় ব্যয়ের সঠিক হিসাব না থাকলে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ফলশ্রুতিতে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠানের মত প্রতিটি পরিবারেরও আয়-ব্যয় হিসাব সংরক্ষণ করা খুবই প্রয়োজন।

পরিবার যেহেতু কোন ব্যবসা প্রতিষ্ঠান নয় তাই এর হিসাব ব্যবস্থা সংগত কারণেই ব্যবসা প্রতিষ্ঠানের মত হবে না, মূলত পরিবার হচ্ছে একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান। অন্যান্য প্রতিষ্ঠানের মত পরিবারেও আর্থিক লেনদেন সংঘটিত হয়। অর্থাৎ এখানে আয় আছে এবং ব্যয়ও আছে। সুতরাং আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনা থাকা জরুরী। সুষ্ঠুভাবে পরিবারকে পরিচালনা করতে হলে অর্থাৎ নির্দিষ্ট আয়ের মধ্যে সুখী জীবন যাপন করতে হলে পরিকল্পিত হিসাব-নিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url