রাসায়নিক বিক্রিয়ায় সহউৎপাদ কীভাবে পরিবেশ দূষণ ঘটাতে পারে?

রাসায়নিক বিক্রিয়ায় সহউৎপাদ কীভাবে পরিবেশ দূষণ ঘটাতে পারে?

রাসায়নিক বিক্রিয়ায় সহ উৎপাদ অনেক ক্ষেত্রেই পরিবেশ দূষণ এর অন্যতম কারণ। বিশেষত, সহ উৎপাদটি যদি গ্যাসীয় হয় তাহলে তা নিয়ন্ত্রণ করা একটু কষ্টসাধ্য। আর যদি তার ক্ষতিকারক দিক থেকে থাকে তাহলে আরও ভয়াবহ।

যেমনঃ ল্যাবরেটরিতে লবণ উৎপাদনে যখন গাঢ় এসিড ও ধাতু ব্যবহার করা হয় তখন NO2, SO2 এর মত ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষণ ঘটায়।

Cu(s) + 4HNO3(conc.) → Cu(NO3)2 + 2NO2 + 2H2O


Cu(s) + H2SO4(conc.) → CuSO4 +SO2 + H2O

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url