অনুপাত কাকে বলে? অনুপাতের বৈশিষ্ট্য | অনুপাতের প্রকারভেদ

অনুপাত কাকে বলে?

দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।

অনুপাত একটি ভগ্নাংশ এর কোনো একক নেই।

":" চিহ্নটি অনুপাতের গাণিতিক প্রতীক।

উদহারণস্বরূপ, ২:৩।

অনুপাতের বৈশিষ্ট্য

১) অনুপাত হলো ভাগের সংক্ষিপ্ত রূপ।

২) অনুপাত লেখার সময় রাশিগুলিকে এককে প্রকাশ করতে হয়।

৩) যদি কোনো অনুপাত এর দুটি রাশিকে 0 ছাড়া অন্য কোনো একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না।

৪) অনুপাত একটি শুদ্ধ সংখ্যা যার কোনো একক নেই।

৫) ভিন্ন জাতীয় দুটি রাশির অনুপাত গঠন করা সম্ভব নয়।

অনুপাতের প্রকারভেদ

অনুপাত বিভিন্ন ধরনের হয়ে থাকে। যথাঃ

১) সরল অনুপাত

২) মিশ্র বা যৌগিক অনুপাত

৩) ধারাবাহিক অনুপাত

৪) বহুরাশিক অনুপাত

৫) গুরু অনুপাত

৬) লঘু অনুপাত

৭) একক অনুপাত

৮) ব্যস্ত অনুপাত।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url