বিভবশক্তি কাকে বলে? স্থিতিশক্তি কাকে বলে?

বিভবশক্তি কাকে বলে?

স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে।

m  ভরের কোনো বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠাতে কৃতকাজ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল তথা বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান।

বিভব শক্তি, Ep = বস্তুর × ওজন উচ্চতা

                       = mgh

বিভবশক্তির ইংরেজি হলো: Potential Energy.

Potential Energy শব্দটি ঊনিশ শতকে স্কটিশ প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী উইলিয়াম র‌্যাঙ্কিন সর্বপ্রথম প্রচলন করেন।

বিভবশক্তির একক

বিভবশক্তির আন্তর্জাতিক একক হলো জুল (Joule)।

স্থিতিশক্তির প্রকারভেদ

স্থিতিশক্তি বিভিন্ন প্রকার হয়ে থাকে। যথাঃ

১) অভিকর্ষীয় স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি

২) স্থিতিস্থাপক বিভব শক্তি

৩) তড়িৎ বিভব শক্তি

বিভব শক্তি সম্পর্কে তথ্য

  • বিভবশক্তির পরিমাণ ভূ-পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা যত বেশি, বিভব শক্তি তত বেশি। 

  • বিভব শক্তি বস্তুর ভরের উপরও নির্ভর করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url