সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যারের প্রকারভেদ

সফটওয়্যার কাকে বলে?

সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি, যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্র কে নির্দেশ করে কি করতে হবে ও তা কিভাবে করতে হবে। 

সফটওয়্যার হল কম্পিউটারের প্রাণ।

সার্বিকভাবে কম্পিউটার পরিচালনা করার জন্য এক প্রকারের সফটওয়্যার রয়েছে যেগুলিকে বলা হয় অপারেটিং সিস্টেম।

যেমনঃ মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস,উবুন্টু ইত্যাদি। অপারেটিং সিস্টেম জাতীয় সফটওয়্যারগুলি কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে কার্যক্ষম করে তুলে। এছাড়াও সফটওয়্যারগুলি কম্পিউটারের মাধ্যমে সকল প্রকারের কাজ সম্পাদনে সাহায্য করে।

কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা নিত্যদিন প্রয়োজন। যেমনঃ অফিস ট্যুলস অ্যাপলিকেশন। মাইক্রোসফট অফিস ট্যুলস সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন প্রকারের তথ্য ভান্ডার, ডাটাবেজ,প্রেজন্টেশন ইত্যাদি তৈরি করা যায়।


সফটওয়্যারের প্রকারভেদ

কম্পিউটার সফটওয়্যার প্রধানত তিন প্রকার। যথাঃ
১। সিস্টেম সফটওয়্যার
২। এপ্লিকেশন সফটওয়্যার
৩। প্রোগ্রামিং সফটওয়্যার
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url