কুফরের পরিণাম কি?

কুফরের পরিণাম কি?

কুফরের পরিণাম হলো জাহান্নাম। কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত।

কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। অর্থাৎ তাওহিদ, রিসালাত, আসমানি কিতাব, ফেরেশতা, আল্লাহর হুকুম আহকাম ইত্যাদি অবিশ্বাস করাই হল কুফর বা কুফরি।

আখিরাতে কাফিরদের জন্য স্থান হবে জাহান্নাম। এছাড়া কাফিরদের জন্য দুনিয়াতে আযাব রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, "আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম; কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম"।

কেউ যদি কুফরি করে তাহলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url