মিউচুয়ালিজম বলতে কি বোঝ?

যে আন্তঃসম্পর্কে পারস্পারিক সহাবস্থানে দুটি জীব একে অন্যকে সহায়তা করে এবং দুজনই একে অন্যের দ্বারা উপকৃত হয় সেই আন্তঃসম্পর্কই হলো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কোনো জীবের ক্ষতির কোনো আশঙ্খা থাকে না। যেমন- লাইকেন। এখানে শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদানসহ বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ ও উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url