লেন্স(Lens) কাকে বলে? প্রকারভেদ

লেন্স কাকে বলে?

  • অন্তত একটি বক্রতলেসহ দুটি তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।

  • দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।

  • দুটি গোলীয় অথবা একটি গোলীয় ও একটি সমতল অথবা দুটি বেলনাকৃতি অথবা একটি বেলনাকৃতি ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।

লেন্স সাধারণত কাচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দ্বারা তৈরি হয়। লেন্সের পৃষ্ঠদ্বয়ের মধ্যে একটি সমতল ও একটি গোলক পৃষ্ঠের অংশ হতে পারে অথবা দুটিই গোলকের অংশ হতে পারে।

চিত্র : লেন্স

লেন্স এর প্রকারভেদ

লেন্স প্রধানত দু'রকমের হতে পারে; যথাঃ

ক) স্থুলমধ্য বা উত্তল বা অভিসারী লেন্স (Convex lens) এবং

খ) ক্ষীণমধ্য বা অবতল বা অপসারী লেন্স (Concave Lens)।

ক) স্থূলমধ্য বা উত্তল বা অভিসারী লেন্স (Convex lens): যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু তাকে স্থুলমধ্য লেন্স বলে। স্থুল মধ্য লেন্সে আলোক রশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয় বলে তাকে উত্তল লেণ্স বলে। এই লেন্স সাধারণত এক গুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী করে থাকে বলে তাকে অভিসারী লেন্সও বলা হয়।

খ) ক্ষীণমধ্য বা অবতল বা অপসারী লেন্স (Concave Lens): যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিক মোটা তাকে ক্ষীণমধ্য লেন্স গুচ্ছ আলোক রশ্মিকে অপসারী করে থাকে তাকে অপসারী লেন্সও বলা হয়।

*

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url