দুর্বল এসিড কি?

যে সকল এসিড দ্রবণে আংশিক পরিমাণে বিয়োজিত হয়ে প্রোটন (H+) উৎপন্ন করে, তাদেরকে দুর্বল এসিড বলে।

দুর্বল এসিডের বৈশিষ্ট্যসমূহ হল:

  • এরা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়।
  • এদের আয়নীকরণ ধ্রুবক (Ka) এর মান খুবই কম।
  • এদের pH মান 7-এর কাছাকাছি থাকে।
  • এদের দ্রবণ স্বাদে টক হয়।

দুর্বল এসিডের কিছু উদাহরণ হল:

  • অ্যাসিটিক এসিড (ভিনেগারে পাওয়া যায়)
  • ফর্মিক এসিড (মৌমাছির বিষে পাওয়া যায়)
  • কার্বনিক এসিড (কোমল পানীয়তে পাওয়া যায়)
  • সাইট্রিক এসিড (লেবুর রসে পাওয়া যায়)

দুর্বল এসিডের ব্যবহারসমূহ হল:

  • খাদ্য সংরক্ষণে
  • ঔষধ তৈরিতে
  • প্রসাধনী তৈরিতে
  • ধাতব পৃষ্ঠ পরিষ্কারে
  • গৃহস্থালীর কাজে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url