Home ভিডিও ক্লাস ক্রেডিট কার্ড হেলথ টিপস ইন্স্যুরেন্স রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত English প্রাক-প্রাথমিক

এসিড বৃষ্টি কাকে বলে? এসিড বৃষ্টির ক্ষতিকর দিকসমূহ

বিষয়ঃ
  • এসিড বৃষ্টি
  • এসিড বৃষ্টির ক্ষতিকর দিকসমূহ

এসিড বৃষ্টি

ভূ-পৃষ্ঠের বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে কার্বনডাই-অক্সাইড গ্যাস ও নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস মুক্ত হয়। এসব গ্যাস বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় এসিড উৎপন্ন করে। উপযুক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূ-পৃষ্ঠে পতিত হয়। একেই এসিড বৃষ্টি বলে।

👉 যে বৃষ্টির পানির pH মান 5.5 এর নিচে, সেটিই হলো এসিড বৃষ্টি।


এসিড বৃষ্টির ক্ষতিকর দিকসমূহ

  • এসিড বৃষ্টির কারণে মাটির pH কমে যায়, ফলে ফসল বা গাছপালার বিরাট ক্ষতি হয়।
  • জলাশয়ের পানির pH মান কমে গেলে মাছসহ সকল জলজ প্রাণীর জীবন হুমকির সম্মুখীন হয়।
  • এসিড বৃষ্টির কারণে দালান-কোঠা, ব্রীজ, মার্বেল পাথর দিয়ে তৈরি স্থাপত্য বা ভাস্কর্য ক্ষতিগ্রস্থ হয়।

আরো পড়ুনঃ 

Comments

সর্বাধিক পঠিত

তুলনামূলক রাজনীতি কাকে বলে?

লোকনিরুক্তি কাকে বলে?

মিশ্র বা জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্যের বৈশিষ্ট্য, জটিল বাক্যের শ্রেণিবিভাগ

Home | Privacy Policy | About | Contact 


Copyright ©️ One Sigma Education