কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয় কারণ

কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয় কারণ

যেসব পদার্থে তাপ প্রদান করলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং ঠান্ডা করলে শীতলকরণ গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে রূপান্তরিতহয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। যেহেতু কর্পূরকে তাপ দিলে ইহা কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং ঠান্ডা করলে শীতলীকরণে গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে রূপান্তরিত হয়। তাই কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয়।

Next Post Previous Post