চল বিদ্যুৎ | SSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান

অধ্যায় - ১১ : চল বিদ্যুৎ

👉 সকল অধ্যায়ের সূচিপত্র 👈


  • 11.1  বিদ্যুৎ প্রবাহ (Electric Current)
  • 11.2  বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক (Relationship between Potential Difference and Electricity)
  • 11.3  তড়িৎ ক্ষমতা (Electric Power)
  • 11.4  বিদ্যুৎ পরিবহন (Electrical Supply)
  • 11.5  বিদ্যুতের নিরাপদ ব্যবহার (Safe Use of Electricity)
  • 11.6  বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা

অর্ধপরিবাহক কাকে বলে?

যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তারাই অন্তরক বা অপরিবাহক বলে।

অর্ধপরিবাহী

যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা অন্তরক ও পরিবাহকের মাঝামাঝি এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে যাদের রোধ হ্রাস পায় এবং সুবিধাজনক অপদ্রব্য যোগে যাদের তড়িৎ পরিবাহকত্ব ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানো যায় তাদের অর্ধপরিবাহী বলে।

তড়িচ্চালক শক্তি

পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ যে তড়িৎ শক্তি সরবরাহ করে তাকে কোষের তড়িচ্চালক শক্তি বলে।

ও’মের সূত্র

তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা সেই পরিবাহকের দু’প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

রোধ

পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে।



প্রশ্নব্যাংক

11.1  বিদ্যুৎ প্রবাহ (Electric Current)

  • বিদ্যুৎ প্রবাহ কাকে বলে?
  • বিদ্যুৎ প্রবাহের একক কি?
  • অ্যাম্পিয়ার কাকে বলে?
  • গতিশীল আধান কর্তৃক কিভাবে চলতড়িৎ উৎপন্ন হয় তা ব্যাখ্যা কর।
  • পরিবাহী কাকে বলে?
  • অপরিবাহী কাকে বলে?
  • অর্ধপরিবাহী কাকে বলে?
  • একটি বর্তনী অঙ্কন করে তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক নির্দেশ কর।
  • তড়িৎ চালক শক্তি কাকে বলে?
  • বিভব পার্থক্য কাকে বলে?
  • কোষের তড়িৎ চালক শক্তি 5 V বলতে কি বুঝ?

11.2  বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক (Relationship between Potential Difference and Electricity)

  • বিভব পার্থক্য কি?
  • ও'মের সূত্রটি বিবৃত কর।
  • রোধ কাকে বলে?
  • রোধের একক কি?
  • স্থির মানের রোধক কাকে বলে?
  • পরিবর্তী রোধক কাকে বলে?
  • পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
  • রোধের সূত্র দুটি বিবৃত ও ব্যাখ্যা কর।
  • তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কেন?
  • পরিবাহকত্ব কাকে বলে?
  • পরিবাহকত্বের একক কি?
  • পরিবাহীতা কাকে বলে?
  • বর্তনী বা সার্কিট কাকে বলে?
  • শ্রেণি বর্তনী কাকে বলে?
  • সমান্তরাল বর্তনী কাকে বলে?
  • তুল্য রোধ কাকে বলে?
  • রোধের শ্রেণি সন্নিবেশ কাকে বলে?
  • রোধের সমান্তরাল সন্নিবেশ কাকে বলে?

11.3  তড়িৎ ক্ষমতা (Electric Power)

  • তড়িৎ ক্ষমতা কাকে বলে?
  • এক কিলোওয়াট ঘণ্টা বা এক ইউনিট কাকে বলে?
  • কোনো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা 40 W বলতে কি বুঝ?
  • এক কিলোওয়াট ঘণ্টা = কত জুল।

11.4  বিদ্যুৎ পরিবহন (Electrical Supply)

  • কিভাবে তড়িতের সিস্টেম লস হয়?
  • লোডশেডিং কাকে বলে?
  • 220 V - 40 W এর অর্থ কি?

11.5  বিদ্যুতের নিরাপদ ব্যবহার (Safe Use of Electricity)

  • তড়িৎ বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয় কেন?
  • তড়িৎ শক্তির ব্যবহার বিপদজ্জনক হয় কেন?
  • তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার ব্যাখ্যা কর।
  • তড়িৎ শক্তির ব্যবহার কি কি কারণে বিপদজ্জনক হতে পারে? ব্যাখ্যা কর।

11.6  বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা

  • বাসায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য সম্ভাব্য বিদ্যুৎ বর্তনী তৈরি কর।


এসএসসি পদার্থবিজ্ঞান || SSC Physics


অধ্যায় - ০১ : ভৌত রাশি ও পরিমাপ

অধ্যায় - ০২ : গতি

অধ্যায় - ০৩ : বল

অধ্যায় - ০৪ : কাজ, ক্ষমতা ও শক্তি

অধ্যায় - ০৫ : পদার্থের অবস্থা ও চাপ

অধ্যায় - ০৬ : বস্তুর উপর তাপের প্রভাব

অধ্যায় - ০৭ : তরঙ্গ ও শব্দ

অধ্যায় - ০৮ : আলোর প্রতিফলন

অধ্যায় - ০৯ : আলোর প্রতিসরণ

অধ্যায় - ১০ : স্থির তড়িৎ

অধ্যায় - ১১ : চল তড়িৎ

অধ্যায় - ১২ : তড়িতের চৌম্বক ক্রিয়া

অধ্যায় - ১৩ : আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স

অধ্যায় - ১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

No Comment
Add Comment
comment url