আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স | SSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান

অধ্যায় - ১৩ : আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স

👉 সকল অধ্যায়ের সূচিপত্র 👈


  • 13.1  তেজস্ক্রিয়তা (Radioactivity)
  • 13.2  ইলেকট্রনিকসের ক্রমবিকাশ (Development of Electronics)
  • 13.3  অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিকস (Analog and Digital Electronics)
  • 13.4  সেমিকন্ডাক্টর (Semiconductor)
  • 13.5  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
  • 13.6  ইন্টারনেট ও ই-মেইল (Internet and e-mail)
  • 13.7  তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার (Effective Uses of ICT)

সমন্বিত বর্তনী কাকে বলে?

সমন্বিত বর্তনী হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি (IC) নামে বেশি পরিচিত। এটি সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে। আইসিতে অনেকগুলো যন্ত্রাংশ যেমন - রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি এবং এদের অন্তঃসংযোগ একটি ক্ষুদ্র প্যাকেজ হিসেবে থাকে, যাতে এরা একটি পূর্ণ ইলেকট্রনিক কার্যাবলি সম্পন্ন করতে পারে। একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক পদার্থের মধ্যে যেসব যন্ত্রাংশ গঠন ও সংযুক্ত করা হয়।

স্পীকার কিভাবে কাজ করে?

স্পীকার বেলনাকৃতির একটি স্থায়ী চুম্বক বা একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে। এতে একটি ছোট কয়েল বা তারকুণ্ডলী ঝুলানো থাকে। এই তার কুণ্ডলী চৌম্বক্ষেত্রের মধ্যে মুক্তভাবে অগ্র-পশ্চাৎ দুলতে পারে। তারকুন্ডলীর সাথে শঙ্কু আকৃতির কাগজ লাগানো থাকে। যখন শব্দ থেকে তৈরি পরিবর্তী তড়িৎ প্রবাহ এ তারকুন্ডলী দিয়ে প্রবাহিত হয়, তখন তারকুণ্ডলীটি অগ্র-পশ্চাৎ যাওয়া আসা করে। এতে কাগজের শঙ্কুটি কম্পিত হয়। ফলে শব্দের সৃষ্টি হয়।


প্রশ্নব্যাংক

13.1  তেজস্ক্রিয়তা (Radioactivity)

  • তেজষ্ক্রিয় মৌল কাকে বলে?
  • তেজষ্ক্রিয় রম্মি কি? তেজষ্ক্রিয় রশ্মিগুলোর নাম লিখ।
  • তেজষ্ক্রিয়তার বলতে কি বুঝ? তেজষ্ক্রিয়তার বৈশিষ্ট্য লিখ।
  • তেজষ্ক্রিয়তার একক লিখ।
  • আলফা কণার বৈশিষ্ট্য লিখ।
  • বিটা কণার বৈশিষ্ট্য লিখ।
  • গামা রম্মির বৈশিষ্ট্য লিখ।
  • আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে পার্থক্য লিখ।
  • তেজষ্ক্রিয় মৌলের অর্ধায়ু কাকে বলে?
  • বিভিন্নক্ষেত্রে তেজষ্ক্রিয়তার ব্যবহার আলোচনা কর।
  • মানব কল্যাণে তেজষ্ক্রিয় রশ্মিগুলোর অবদান আলোচনা কর।
  • অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারে জ্বলজ্বল করে কেন?
  • তেজষ্ক্রিয়তার বিপদ আলোচনা কর।
  • তেজষ্ক্রিয় বিকিরণের ক্ষতিকর প্রভাব লিখ।

13.2  ইলেকট্রনিকসের ক্রমবিকাশ (Development of Electronics)

  • ইলেকট্রনিক্স কাকে বলে?
  • এডিসন ক্রিয়াটি ব্যাখ্যা কর।
  • রেকটিফায়ার বলতে কি বুঝ?
  • ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পিফায়ার হিসেবে কাজ করে?

13.3  অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিকস (Analog and Digital Electronics)

  • অ্যানালগ সংকেত কাকে বলে?
  • ডিজিটাল সংকেত কাকে বলে?
  • অ্যানালগ ও ডিজিটাল সংকেতের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
  • অ্যানালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে কোনটি উত্তম কিভাবে চেনা যায়?
  • অ্যানালগ ও ডিজিটাল সংকেতের বৈশিষ্ট্যগুলো লিখ।

13.4  সেমিকন্ডাক্টর (Semiconductor)

  • সেমিকন্ডাক্টর কি?
  • p-টাইপ ও n-টাইপ অর্ধ-পরিবাহী বলতে কি বুঝ?
  • ট্রানজিস্টর কি? p-n-p ও n-p-n ট্রানজিস্টর বলতে কি বুঝ?
  • সমন্বিত বর্তনী (IC) বলতে কি বুঝ?
  • ডায়োড কি?
  • ট্রায়োড কি?
  • ডায়োড ও ট্রায়োড ব্যবহার করা অসুবিধাজনক কেন ব্যাখ্যা কর।

13.5  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)

  • মাইক্রোফোন কি? মাইক্রোফোন কিভাবে কাজ করে ব্যাখ্যা কর।
  • স্পিকার কি? স্পিকার কিভাবে কাজ করে ব্যাখ্যা কর।
  • মাইক্রোফোন ও স্পিকারের কার্যকারীতা তুলনা কর।
  • রেডিও কি? রেডিও কিভাবে কাজ করে ডায়াগ্রাম চিত্রসহ ব্যাখ্যা কর।
  • কিভাবে রেডিও স্টেশন নির্দিষ্ট কম্পাংকের সংকেত সঞ্চালন করে এবং তা গ্রাহকের নিকট পৌঁছায় চিত্রসহ ব্যাখ্যা কর।
  • টেলিভিশন কি? টেলিভিশন কিভাবে কাজ করে ডায়াগ্রাম চিত্রসহ ব্যাখ্যা কর।
  • টেলিফোন কি? টেলিফোন কিভাবে কাজ করে?
  • যোগাযোগ যন্ত্র হিসেবে টেলিভিশন ও রেডিওর কার্যকারীতা বিশ্লেষণ কর।
  • সেল ফোন কি? মোবাইল ফোনে কিভাবে কল করা ও কল রিসিভ করা হয়?
  • ফ্যাক্স কি? ফ্যাক্স মেশিন কিভাবে কাজ করে ডায়াগ্রাম চিত্রসহ ব্যাখ্যা কর।
  • কম্পিউটার কি? কম্পিউটারের গঠন বর্ণনা কর।
  • কম্পিউটারের মৌলিক কাঠামোর ব্লক চিত্র স্থাপন করে তার প্রতিটি অংশের নাম লিখ।
  • বিভিন্নক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার লিখ।

13.6  ইন্টারনেট ও ই-মেইল (Internet and e-mail)

  • ইন্টারনেট কি? ইন্টারনেট কিভাবে কাজ করে?
  • ইন্টারনেটের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি?
  • ই-মেইল এড্রেস লিখে এর বিভিন্ন অংশের নাম লিখ।

13.7  তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার (Effective Uses of ICT)

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত যন্ত্রপাতির সঠিক ও কার্যকর ব্যবহার আলোচনা কর।
  • যোগাযোগ প্রযুক্তি জীবন মানকে কিভাবে উন্নত করছে আলোচনা কর।


এসএসসি পদার্থবিজ্ঞান || SSC Physics


অধ্যায় - ০১ : ভৌত রাশি ও পরিমাপ

অধ্যায় - ০২ : গতি

অধ্যায় - ০৩ : বল

অধ্যায় - ০৪ : কাজ, ক্ষমতা ও শক্তি

অধ্যায় - ০৫ : পদার্থের অবস্থা ও চাপ

অধ্যায় - ০৬ : বস্তুর উপর তাপের প্রভাব

অধ্যায় - ০৭ : তরঙ্গ ও শব্দ

অধ্যায় - ০৮ : আলোর প্রতিফলন

অধ্যায় - ০৯ : আলোর প্রতিসরণ

অধ্যায় - ১০ : স্থির তড়িৎ

অধ্যায় - ১১ : চল তড়িৎ

অধ্যায় - ১২ : তড়িতের চৌম্বক ক্রিয়া

অধ্যায় - ১৩ : আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স

অধ্যায় - ১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

একটি মন্তব্য পোস্ট করুন