বল | SSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান
অধ্যায় - ৩ : বল

👉 সকল অধ্যায়ের সূচিপত্র 👈


3.1  জড়তা এবং বলের ধারণা: নিউটনের প্রথম সূত্র (Inertia and Concept: Newton's First Law

3.2  মৌলিক বলের প্রকৃতি (Nature of Force)

3.3  সাম্যতা ও সাম্যতাবিহীন বল (Balanced and Unbalanced Forces)

3.4  ভরবেগ (Momentum)

3.5  সংঘর্ষ (Collision)

3.6  বস্তুর গতির উপর বলের প্রভাব: নিউটনের সূত্র (Effect of Force on Motion: Newton's Second Law)

3.7  মহাকর্ষ বল (Gravitational Force)

3.8  নিউটনের তৃতীয় সূত্র (Newton's Third Law)


3.9  ঘর্ষণ বল (Frictional Force)

ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বলঃ ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। আমারা জানি, ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। তাই একটি পূর্ণ চক্রের প্রতিটি অংশে ঘর্ষণ বল দ্বারা কতৃ কাজ ঋণাত্মক। ফলে একটি পূর্ণ চক্রে ঘর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কখনো শূন্য হতে পারে না। আবার ঘর্ষণ বলের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে সম্পন্ন কাজের পরিমাণ কণাটির গতিপথের উপর নির্ভর করে। কেননা একটি অমসৃণ টেবিলের উপরে যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী ভিন্ন ভিন্ন পথে একটি বস্তুকে ঠেলে নিয়ে গেলে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন হয় এবং তার ফলে ঘর্ষণ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণও পরিবর্তন হয়। এই মান পথের উপর নির্ভর করে। তাই ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল।
ঘর্ষণ বল


প্রশ্নব্যাংক


3.1  জড়তা ও বলের ধারণা : নিউটনের প্রথম সূত্র (Inertia and Concept of Force: Newton's First Law)

  • নিউটনের প্রথম সূত্রটি বিবৃত কর।
  • আমরা কখনোই কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল চলতে দেখি না কেন - ব্যাখ্যা কর।
  • জড়তা বলতে কি বোঝায়?
  • স্থিতি জড়তা বলতে কি বোঝায়?
  • গতিজড়তা বলতে কি বোঝায়?
  • ভর হচ্ছে জড়তার পরিমাপ বুঝিয়ে লিখ।
  • অবস্থান - সময় লেখচিত্র থেকে কোথায় কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে ব্যাখ্যা কর।
  • বেগ - সময়ের লেখচিত্র থেকে কোথায় কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে ব্যাখ্যা কর।
  • বল বলতে কি বুঝ?
  • স্পর্শ বল বলতে কি বুঝ? উদাহরণ দাও।
  • অস্পর্শ বল বলতে কি বুঝ? উদাহরণ দাও।
  • নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায় ব্যাখ্যা কর।
  • চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়েন এবং কেন?

3.2  মৌলিক বলের প্রকৃতি (Nature of Force)

  • মৌলিক বল কাকে বলে?
  • প্রকৃতিতে মৌলিক বল কয়টি ও কি কি?
  • প্রকৃতির মৌলিক বলগুলোর বিবরণ দাও।
  • মহাকর্ষ বলতে কি বুঝ?
  • তড়িৎ চৌম্বক বল বলতে কি বুঝ?
  • দুর্বল নিউক্লিয় বল বলতে কি বুঝ?
  • সবল নিউক্লিয় বল বলতে কি বুঝ?
  • মৌলিক বলগুলোর তুলনামূলক তীব্রতা আলোচনা কর।

3.3  সাম্যতা ও সাম্যতাহীন বল (Balanced and Unbalanced Forces)

  • সাম্য বল বলতে কি বুঝ? উদাহরণ দাও।
  • সাম্যতাহীন বল বলতে কি বুঝ? উদাহরণ দাও।

3.4  ভরবেগ (Momentum)

  • ভরবেগ কাকে বলে?
  • ভরবেগের একক ও মাত্রা নির্ণয় কর।
  • কোনো বস্তুর ভরবেগ 200 kgm/s বলতে কি বুঝ?
  • ভরবেগের নিত্যতার সূত্রটি লিখ।

3.5  সংঘর্ষ (Collision)

  • ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।
  • ভরবেগের সংরক্ষণ সূত্রটি বা শক্তির নিত্যতার সূত্রটি প্রতিপাদন কর।
  • শক্তির সংরক্ষণশীলতা সূত্রটি প্রতিপাদন কর।
  • বস্তুর ভরবেগের সংরক্ষণসূত্রটি বিবৃত ও প্রমাণ কর।
  • দেখাও যে, দুটি বস্তুর সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান।
  • নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে গতি ও বলের প্রয়োজনীয়তা আলোচনা কর।

3.6  বস্তুর গতির উপর বলের প্রভাব : নিউটনের দ্বিতীয় সূত্র (Effect of Force on Motion: Newton's Second Law)

  • নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখ।
  • F = ma সমীকরণটি প্রতিপাদন কর।
  • বলের একক ও মাত্রা লিখ।

3.7  মহাকর্ষ বল (Gravitational Force)

  • মহাকর্ষ বল কাকে বলে?
  • মহাকর্ষীয় ধ্রুবক G এর মান কত?

3.8  নিউটনের তৃতীয় সূত্র (Newton's Third Law)

  • নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত কর।
  • নিউটনের তৃতীয় সূত্রটি ব্যাখ্যা কর।

3.9  ঘর্ষণ বল (Frictional Force)

  • ঘর্ষণ কাকে বলে?
  • ঘর্ষণ বল কাকে বলে?
  • কিভাবে ঘর্ষণের উৎপত্তি হয় ব্যাখ্যা কর।
  • ঘর্ষণ কত প্রকার ও কি কি?
  • স্থিতি ঘর্ষণ বলতে কি বুঝ?
  • পিছলানো ঘর্ষণ বলতে কি বুঝ?
  • আবর্ত ঘর্ষণ বলতে কি বুঝ?
  • প্রবাহী ঘর্ষণ বলতে কি বুঝ?
  • বিভিন্ন প্রকার ঘর্ষণের নাম লিখ।
  • আবর্ত ঘর্ষণ বল পিছলানো ঘর্ষণের তুলনায় কম হয় বুঝিয়ে লিখ।
  • গতির উপর ঘর্ষণের প্রভাব আলোচনা কর।
  • গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন?
  • কিভাবে ঘর্ষণের হ্রাস করা যায় - ব্যাখ্যা কর।
  • কিভাবে ঘর্ষণ বৃদ্ধি করা যায় - ব্যাখ্যা কর।
  • ঘর্ষণ বৃদ্ধির ফলে আমাদের যেসকল সুবিধা হয় তা আলোচনা কর।
  • ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব উপযুক্ত কারণসহ ব্যাখ্যা কর।


এসএসসি পদার্থবিজ্ঞান || SSC Physics


অধ্যায় - ০১ : ভৌত রাশি ও পরিমাপ

অধ্যায় - ০২ : গতি

অধ্যায় - ০৩ : বল

অধ্যায় - ০৪ : কাজ, ক্ষমতা ও শক্তি

অধ্যায় - ০৫ : পদার্থের অবস্থা ও চাপ

অধ্যায় - ০৬ : বস্তুর উপর তাপের প্রভাব

অধ্যায় - ০৭ : তরঙ্গ ও শব্দ

অধ্যায় - ০৮ : আলোর প্রতিফলন

অধ্যায় - ০৯ : আলোর প্রতিসরণ

অধ্যায় - ১০ : স্থির তড়িৎ

অধ্যায় - ১১ : চল তড়িৎ

অধ্যায় - ১২ : তড়িতের চৌম্বক ক্রিয়া

অধ্যায় - ১৩ : আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স

অধ্যায় - ১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

No Comment
Add Comment
comment url