আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য

আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ- ১) এ তরঙ্গ যান্ত্রিক নাও হতে পারে। যেমন: আলোক তরঙ্গ। ২) পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালিত করে। ৩) এ তরঙ্গে উপরিপাতন, ব্যতিচার, পোলারায়ন বা সমবর্তন ঘটে। ৪) কঠিন মাধ্যমে ও তরল পৃষ্ঠে এ তরঙ্গের উৎপত্তি হয়। ৫) পরপর দুটি তরঙ্গদৈর্ঘ্য ও পরপর দুটি … Read more

লম্বিক তরঙ্গ কাকে বলে?

যদি কণার কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক একই দিকে বা সমান্তরালে সংঘটিত হয় তাহলে ঐ কণা কর্তৃক সৃষ্ট তরঙ্গকে লম্বিক বা দীঘল তরঙ্গ বলে। যেমনঃ শব্দ তরঙ্গ।

প্রমাণ তীব্রতা কাকে বলে?

1000 Hz কম্পাঙ্ক বিশিষ্ট 10-12 Wm-2 তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলা হয়। একে I0 দ্বারা সূচিত করা হয়। I0 এর সাপেক্ষে সকল তীব্রতা পরিমাপ করা হয়।

ফন কাকে বলে?

এক ডেসিবেল এর একটি বিশুদ্ধ সুর 1000 Hz কম্পাঙ্কবিশিষ্ট প্রমাণ তীব্রতার যে প্রাবল্য সৃষ্টি করে তাকে ফন বলে। কোনো শব্দের শব্দোচ্চতা ফন এককে পরিমাপ করার জন্য 1000 Hz কম্পাঙ্কের একটি প্রমাণ সুর নিয়ে তার তীব্রতা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে এর শব্দোচ্চতা ঐ শব্দের শব্দোচ্চতার সমান হয়। এক্ষেত্রে প্রমাণ সুরের তীব্রতা যত ডেসিবেল (dB) হবে, ঐ … Read more

তীব্রতা লেভেল 50 dB বলতে কি বুঝায়?

কোনো শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদম ঐ শব্দের তীব্রতা লেভেল প্রকাশ করে। একটি I0 অর্থাৎ প্রমাণ তীব্রতা বিশিষ্ট শব্দ ও অন্য একটি I তীব্রতা বিশিষ্ট শব্দ তরঙ্গের শব্দোচ্চতা যথাক্রমে L0 এবং L হলে তীব্রতা লেভেল বা শব্দোচ্চতার পার্থক্য হবে 50 dB.

কোনো স্থানের শব্দের তীব্রতা 10-8 watt m-2 বলতে কি বুঝায়?

কোনো স্থানের শব্দের তীব্রতা 10-8 watt m-2 বলতে বুঝায় ঐ স্থানে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ড 10-8 joule পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়।

স্বরগ্রাম কাকে বলে?

নির্দিষ্ট কম্পাঙ্ক বা তীক্ষ্মতার কয়েকটি সাজানো সুরকে স্বরগ্রাম বলা হয়। যেকোনো সুর ও তার অষ্টক বা দ্বিগুণ কম্পাঙ্কবিশিষ্ট সুরের মধ্যে কয়েকটি নির্দিষ্ট সুর আমাদের কানে সহজে দেয়। এ সুরগুলোর মধ্যে সমসংগতি বজায় থাকে বলে এরা সঙ্গীত গুণসম্পন্ন হয়। এরূপ সমসংগতিপূর্ণ কতকগুলেঅ সুরের সমষ্টিকে স্বরগ্রাম বলে। স্বরগ্রামের সর্বনিম্ন কম্পাঙ্কের সূচনা সুরকে টোনিক বা প্রধান সুর বলে।

error: Content is protected !!