ওয়েল অব ভিট্রিয়ল কাকে বলে?

ওয়েল অব ভিট্রিয়ল কাকে বলে?

অতি প্রাচীনকালে রসায়নবিদগণ যৌগের নামকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যৌগের ইতিহাসের উপর নির্ভর করতেন, সে যৌগটি জৈব যৌগ হোক আর অজৈব যৌগ থাকে। যেমন আলকেমী জাবীর ইবনে হাইয়ান অষ্টম শতাব্দীতে গ্রিন ভিট্রিয়লকে পাতন করে যে গ্যাস পেয়েছিলেন তাকে পানিতে দ্রবীভূত করে সালফিউরিক এসিড প্রস্তুত করেন। এ এসিডটি দেখতে তেলের মতো এবং গ্রিন ভিট্রিয়ল থেকে উৎপন্ন হয় বলে এর নাম দেন 'ওয়েল অব ভিট্রিয়ল' (Oil of vitriol)।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url