মোট জাতীয় উৎপাদন কাকে বলে? মোট জাতীয় উৎপাদন হিসাবে যেসকল সতর্কতা অবলম্বন করা হয়
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মোট জাতীয় উৎপাদন কাকে বলে?
দেশের সকল মানুষ দেশের ভিতরে ও বাইরে একটা অর্থবছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি বলা হলো জাতীয় উৎপাদন (Gross National Product)।
মোট জাতীয় উৎপাদন হিসাবে যেসকল সতর্কতা অবলম্বন করা হয়
১) GNP একটি নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে।
২) শুধুমাত্র চলতি বছরের উৎপাদিত পণ্য ও সেবাকর্মই GNP এর অন্তর্ভূক্ত হবে।
৩) চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্য GNP তে অন্তর্ভূক্ত হবে।
৪) দ্রব্য ও সেবাকর্ম অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে।
৫) বে-আইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য ও সেবা GNP-তে ধরা যাবে না।
৬) উৎপাদিত পণ্য ও সেবার অবশ্যই বাজার মূল্য থাকতে হবে।
৭) একটা দেশের সকল মানুষের উৎপাদন আয় এক্ষেত্রে হিসাবভুক্ত করা হয়।
৮) দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশিদের উৎপাদন আয় এক্ষেত্রে হিসাবে ধরা হয় না।
You may Vist Same type of English Website: Shadow Power 24
আরো পড়ুনঃ
- লিঙ্ক পান
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সর্বাধিক পঠিত পোষ্টসমূহ
আইনের প্রাচীনতম উৎস কি?
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য
পতিত জমি অর্থ কি?
প্রকল্প কাকে বলে? প্রকল্পের বৈশিষ্ট্য কী কী? উদ্যোক্তা কিভাবে প্রকল্প নির্বাচন করেন? প্রকল্প নির্বাচনে জনসংখ্যাকে গুরুত্বপূর্ণ প্রভাবক বলা হয় কেন?
স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্য, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য
আইন কাকে বলে? আইনের বৈশিষ্ট্য সমূহ
রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য
গুণিতক কাকে বলে?
স্বাধীনতা বলতে কী বোঝায়?
ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তির প্রকারভেদ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন