সমবায় সংগঠন কাকে বলে?

সমবায় সংগঠন কাকে বলে?

কমপক্ষে বিশজন চুক্তি সম্পাদনে যোগ্য ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। এটি মূলত কম বিত্তসম্পন্ন মানুষদের সংগঠন।

সদস্যদের কল্যাণ সাধন, সমশ্রেণির ব্যক্তিদের সংগঠন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, পৃথক সত্তা, সম-ভোটাধিকার, অবাধ সদস্যপদ ইত্যাদি এ সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য।

উন্নত জীবনযাত্রার মান প্রতিষ্ঠা, সদস্যদের মর্যাদা বৃদ্ধি, বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা লাভ, সদস্যদের মনোবল উন্নয়ন, মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ, সীমাবদ্ধ দায়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিকরণ, আত্মনির্ভরশীলতা সৃষ্টি ইত্যাদি এ সংগঠনের অন্যতম সুবিধা হিসেবে বিবেচিত হলেও জটিল গঠন প্রণালী, মূলধনের সীমাবদ্ধতা, অদক্ষ ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতার অভাব, উৎসাহের অভাব, শেয়ার হস্তান্তরে অসুবিধা ইত্যাদি সমবায় সংগঠনের অসুবিধা হিসেবে গণ্য হয়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url