মূলধন গঠন কাকে বলে?

মূলধন গঠন কাকে বলে?

সঞ্চিত অর্থকে পুঁজি দ্রব্যে রূপান্তর করাই হলো মূলধন গঠন। 

অর্থনীতির ভাষায়, মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রকিয়াকে বুঝায়। কোন দেশ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার মূলধন সম্পদ বা পুঁজি দ্রব্যের যে বৃদ্ধি সাধন করে তাকে মূলধন গঠন বলা হয়।

মূলধন গঠন বলতে মূলত সঞ্চয়ের উপর নির্ভর করে। সঞ্চয়ের পরিমাণ আবার তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এগুলো হলো- সঞ্চয়ের সামর্থ্য, ইচ্ছা এবং বিনিয়োগ সুযোগ-সুবিধা। আবার কোন দেশ ইচ্ছা করলেই মূলধন গঠন করতে পারে না। মাথাপিছু আয়ের স্বল্পতা, দূরদৃষ্টির অভাব, সামাজিক ও ধর্মীয় রীতি-নীতি, নিরাপত্তা অভাব, সঞ্চয় সংগ্রহে অসুবিধা, দক্ষ উদ্যোক্তার অভাব ইত্যাদির কারণে উন্নয়নশীল এবং অনুন্নত দেশে মূলধন গঠন বাধা প্রাপ্ত হয়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url