পড়ন্ত বস্তুর ত্বরণ একই থাকে কেন?

পড়ন্ত বস্তুর ত্বরণ একই থাকে কেন?

যেকোনো সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুকণার বেগের পরিবর্তন সমান হলে, বস্তুকণাটির ত্বরণকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে। সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুকণার গতিপথের প্রতিটি বিন্দুতে বস্তুকণাটির তাৎক্ষণিক ত্বরণ, সমগ্র পথের গড় ত্বরণ এবং সমত্বরণ পরস্পর সমান হয়। কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে সেটি একসময় নিচের দিকে পড়তে থাকে।

যেহেতু, অভিকর্ষজ ত্বরণকে ধ্রুবক ধরা হয় তাই বলা যায়, ঐ বস্তুটি সমত্বরণ নিয়ে নিচে পড়ে, তাই পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url