তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম ও পরিপার্শ্ব কাকে বলে?

তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম ও পরিপার্শ্ব কাকে বলে?

পদার্থবিজ্ঞান বিষয়ে ব্যবস্থা বলতে বুঝায় জড় জগতের এমন খানিকটা অংশ যার অবস্থার পরিবর্তন বা যার ভৌত ধর্মের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। ব্যবস্থার বাইরে যা কিছু ব্যবস্থার আচরণের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে তাকে পরিপার্শ্ব বলা হয়।

পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে অবস্থিত গ্যাস তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম হিসেবে বিবেচিত হয় এবং পিস্টন এর ক্ষেত্রে পরিপার্শ্ব হতে পারে। কারণ পিস্টনের উঠানামার উপর গ্যাসের অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ এক্ষেত্রে পিস্টন গ্যাসের অর্থাৎ ব্যবস্থার আচরণের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে।

আরো পড়ুনঃ

👉  তাপ গতীয় প্রক্রিয়া কি?

👉  রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি?

👉  প্রত্যাবর্তী প্রক্রিয়া কি?

👉  এনট্রপি কি?


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url