পরাগায়ন কাকে বলে? পরাগায়নের প্রকারভেদ

পরাগায়ন কাকে বলে?

পরাগধানী থেকে পরাগ রেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।

যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে পরাগায়ন (Pollination) বলে।

ফুলের প্রতিটি উর্বর পুংকেশরের মাথায় একটি করে পরাগধানী থাকে। পরাগধানীর ভিতর পরাগরেণু (Pollen grain) উৎপন্ন হয়। এক সময় পরাগধানী ফেটে যায় এবং পরাগরেণু কীটপতঙ্গ, বাতাস বা অন্য কোন বাহকের মাধ্যমে ফুলের (একই ফুলের বা একই গাছের অন্য একটি ফুলের অথবা একই প্রজাতির অন্য একটি গাছের কোন একটি ফুলের) গর্ভমুণ্ডের সাথে লেগে যায়। পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বা পলিনেশন (Pollination) বলে।

স্ব-পরাগায়ন ও পর-পরাগায়ন



পরাগায়নের প্রকারভেদ

উদ্ভিদে পরাগায়ন প্রধানত দু'ধরনের হয়ে থাকে। যথা -

ক) স্ব-পরাগায়ন

খ) পর-পরাগায়ন


ক) স্ব-পরাগায়নঃ কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা সেই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে স্ব-পরাগায়ন (Self-pollination) বলে।

খ) পর-পরাগায়নঃ যখন পরাগধানী হতে পরাগরেণু কোনো মাধ্যমে বা বাহকের দ্বারা স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে পর-পরাগায়ন (Cross-pollination) বলে।

আরও পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url