লয় কাকে বলে? লয় কত প্রকার ও কি কি?

লয় কাকে বলে?

লয় মানে গান-বাজনার গতি।

সঙ্গীতের গতিকে লয় বলে।

ইংরেজিতে বলে tempo।

বাজনার প্রতিটি মাত্রা কত দ্রুত বাজানো হচ্ছে তার উপরে ভিত্তি করে লয়কে কয়েকভাগে ভাগ করা যায়।

মুল ভাগ তিন রকম

  •  বিলম্বিত (প্রতি মিনিটে ৪০ বিট)
  • মধ্য বা মধ্যম (প্রতি মিনিটে ৮০ বিট)
  • দ্রুত (প্রতি মিনিটে ১৬০ বিট)

বিশেজ্ঞগণ মনে করেন লয় আট প্রকার।

বিস্তারিতভাবে এগুলোকে আবার কিছু ভাগ করা হয়েছে। 
যেমন -
  • অতি বিলম্বিত (প্রতি মিনিটে ২০ বিট)
  • অতি অতি বিলম্বিত (প্রতি মিনিটে ১০ বিট)
  • অতি দ্রুত (প্রতি মিনিটে ৩২০ বিট)
  • অতি অতি দ্রুত (প্রতি মিনিটে ৬৪০ বিট)
তবে এই “অতি” লয়গুলো খুব একটা শোনা যায় না।
লয় এর ফর্মুলা বোঝা মোটামুটি সহজ, কিন্তু প্রয়োগ বোঝা ভীষণ কঠিন।
আরও ঝামেলার বিষয় হচ্ছে – গায়করা যন্ত্রীদের চেয়ে বেশি সময় ধরে তাল হিসেবে করে। মানে যন্ত্রীদের তালের মাপ, আর গায়কদের তালের মাপের মধ্যে পার্থক্য দেখা যায়।
  • বিলম্বিত লয় (Slow bit)

  • মধ্য লয় (Medium bit)
  • দ্রুত লয় (Fast Bit)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url