Home ভিডিও ক্লাস রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত English প্রাক-প্রাথমিক

ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?

ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে? ধর্মকে আইনের প্রাচীন উৎস। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো। কারণ একজন শাসকের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে। পরবর্ততীতে সেসব ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, হিন্দু ও মুসলমানদের বিবাহ, সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকর সংক্রান্ত আইনগুলো হিন্দু ও মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিশেষত প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইন প্রণীত হয়েছিল ধর্মকে কেন্দ্র করে। আরো পড়ুনঃ আইনসভার নির্বাচন সংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজের বর্ণনা দাও। আইনের উৎসসমূহের বর্ণনা দাও। আইন মেনে চলা হয় কেন? সেবা বলতে কি বুঝায়? সেবার প্রকারভেদ | সেবার বৈশিষ্ট্য | সেবার গুরুত্ব কপিরাইট কেন প্রয়োজন?

লয় কাকে বলে? লয় কত প্রকার ও কি কি?

লয় কাকে বলে?

লয় মানে গান-বাজনার গতি।

সঙ্গীতের গতিকে লয় বলে।

ইংরেজিতে বলে tempo।
বাজনার প্রতিটি মাত্রা কত দ্রুত বাজানো হচ্ছে তার উপরে ভিত্তি করে লয়কে কয়েকভাগে ভাগ করা যায়।

মুল ভাগ তিন রকম

  •  বিলম্বিত (প্রতি মিনিটে ৪০ বিট)
  • মধ্য বা মধ্যম (প্রতি মিনিটে ৮০ বিট)
  • দ্রুত (প্রতি মিনিটে ১৬০ বিট)

বিশেজ্ঞগণ মনে করেন লয় আট প্রকার।

বিস্তারিতভাবে এগুলোকে আবার কিছু ভাগ করা হয়েছে। 
যেমন -
  • অতি বিলম্বিত (প্রতি মিনিটে ২০ বিট)
  • অতি অতি বিলম্বিত (প্রতি মিনিটে ১০ বিট)
  • অতি দ্রুত (প্রতি মিনিটে ৩২০ বিট)
  • অতি অতি দ্রুত (প্রতি মিনিটে ৬৪০ বিট)

তবে এই “অতি” লয়গুলো খুব একটা শোনা যায় না।

লয় এর ফর্মুলা বোঝা মোটামুটি সহজ, কিন্তু প্রয়োগ বোঝা ভীষণ কঠিন।
আরও ঝামেলার বিষয় হচ্ছে – গায়করা যন্ত্রীদের চেয়ে বেশি সময় ধরে তাল হিসেবে করে। মানে যন্ত্রীদের তালের মাপ, আর গায়কদের তালের মাপের মধ্যে পার্থক্য দেখা যায়।
  • বিলম্বিত লয় (Slow bit)

  • মধ্য লয় (Medium bit)

  • দ্রুত লয় (Fast Bit)

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত পোষ্টসমূহ

আইনের প্রাচীনতম উৎস কি?

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য

পতিত জমি অর্থ কি?

প্রকল্প কাকে বলে? প্রকল্পের বৈশিষ্ট্য কী কী? উদ্যোক্তা কিভাবে প্রকল্প নির্বাচন করেন? প্রকল্প নির্বাচনে জনসংখ্যাকে গুরুত্বপূর্ণ প্রভাবক বলা হয় কেন?

স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্য, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য

আইন কাকে বলে? আইনের বৈশিষ্ট্য সমূহ

রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য

গুণিতক কাকে বলে?

প্লাজমোলাইসিস কাকে বলে?

স্বাধীনতা বলতে কী বোঝায়?