বল ও ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা কর।

নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, বল = ভর × ত্বরণ। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ বলের সমানুপাতিক। বল বাড়ালে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। বস্তুর উপর প্রযুক্ত বলের মান শূন্য হলে ত্বরণ শূন্য হবে। অর্থাৎ বস্তুটি সমবেগে চলবে বা থেমে যাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url